বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

ফোরকান মল্লিকের রায় আজ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আজ। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। ফোরকানের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ রয়েছে। ১৪ জুন থেকে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এটি হবে মানবতাবিরোধী অপরাধ মামলার ২০তম রায়। গত বছরের ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফোরকানের বিচার শুরু হয়। একাত্তরে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই  ফোরকানের বিরুদ্ধে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলা করেন। পরে পটুয়াখালীর  গোয়েন্দা পুলিশ ২০১৪ সালের ২৫ জুন তাকে বরিশাল থেকে গ্রেফতার করে। ৩ জুলাই মানবতাবিরোধী অপরাধে আটক দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

 

সর্বশেষ খবর