বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সালাতুস তাসবিহ আজ বায়তুল মোকাররমে

আজ ২৮ রমজান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আনুষ্ঠানিকভাবে সালাতুস তাসবিহর নামাজ আদায় করা হবে। এশা ও তারাবির নামাজ আদায়ের পর রাত সোয়া ১০টায় সালতুস তাসবিহর এ নামাজ শুরু হবে। একাকী এ নামাজ আদায় করতে হয়। আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য এ নামাজে মাত্র চার রাকাতে ৩০০ বার একটি বিশেষ তাসবিহ পড়তে হয় বলে একে সালাতুস তাসবিহ বলে। এ নামাজে প্রতি রাকাতে ৭৫ বার করে 'সুবহান্নাল্লাহি, ওয়াল হামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার' তাসবিহ পাঠ করতে হয়। হাদিস শরিফে জীবনে একবার হলেও সালাতুস তাসবিহ আদায়ের তাগিদ দেওয়া হয়েছে। এ সালাতের মাধ্যমে জীবনের সব গুনা মাফ হয়ে যায় বলে উল্লেখ রয়েছে। ফজিলতময় এ বিশেষ নামাজ আদায়ের উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানায়।

সর্বশেষ খবর