বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

প্লুটোর ছবি পাঠাতে শুরু করেছে নিউ হরাইজন

নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, বামন গ্রহ ‘প্লুটো’র পাশ দিয়ে সফলভাবে নাসার মহাকাশযান উড়ে গেছে। নয় বছর ধরে প্রায় ৫০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ প্লুটোকে প্রথমবারের মতো পরিদর্শন করেছে মহাকাশযান ‘নিউ হরাইজন’। নিউ হরাইজন নাসার বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে। প্রতি সেকেন্ডে ১৪ কিলোমিটার বেগে প্লুটোর পাশ দিয়ে উড়েছে মহাকাশযানটি। বিজ্ঞানীরা বলছেন, খুব দ্রুত এবং ভালোভাবেই প্লুটোর কাছে পৌঁছায় নিউ হরাইজন। যাত্রা শুরু করার পর বহু দূর থেকেই একের পর এক প্লুটোর ছবি পাঠিয়ে আসছে যানটি। তবে দূর থেকে পাঠানো ছবিগুলো স্পষ্ট ছিল না। মহাকাশযানটি গ্রহের যত কাছে গেছে ততই স্পষ্ট হয়ে উঠেছে ছবিগুলো। আগামীতে আরও বেশি ছবি ও নতুন নতুন তথ্য পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।
 বিজ্ঞানীরা আশা করছেন, এই মহাকাশযান প্লুটো সম্পর্কে এমন সব তথ্য সংগ্রহ করতে পারবে যাতে সৌরজগতের প্রান্ত সম্পর্কে মানুষের ধারণাই বদলে যাবে।
 

সর্বশেষ খবর