বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আউশভিৎজ বন্দীশিবিরের কর্মীর সাজা

আউশভিৎজ বন্দীশিবিরের 'হিসাবরক্ষক' বলে পরিচিত এক সাবেক জার্মান এসএএস সেনাকে গণহারে মানুষ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন জার্মানির এক আদালত।

৯৪ বছর বয়সী অস্কার গ্রোয়েনিংকে আদালত চার বছরের দণ্ড দিয়েছেন এ অভিযোগে দোষী প্রমাণিত হওয়ার পর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বন্দীশিবিরে তিন লাখ মানুষকে হত্যার ঘটনায় সহায়তার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। অস্কার গ্রোয়েনিং সে সময় এসএএস বাহিনীর নিচের স্তরের একজন কর্মকর্তা ছিলেন। তার কাজ ছিল নাৎসি বন্দীশিবিরে নিয়ে আসা বন্দীদের কাছ থেকে জব্দ করা টাকা-পয়সা গণনা করে সেসবের হিসাব রাখা।

অস্কার গ্রোয়েনিং স্বীকার করেছেন যে, তিনি এ অপরাধে নৈতিকভাবে দোষী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রোয়েনিং তার অতীত গোপন করে জার্মানিতেই বসবাস করছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে 'ইহুদি নিধনযজ্ঞ' (হলোকাস্ট) বলে কিছু হয়নি- এ দাবির বিরোধিতা করতে গিয়ে মুখ খোলেন তিনি। এরপরই তাকে বিচারের মুখোমুখি করা হয়। নাৎসিদের পরিচালিত গণহত্যায় যারা সরাসরি অংশ নেননি, কিন্তু ছোটখাটো ভূমিকায় থেকে এতে সহায়তা করেছেন, তাদের অপরাধী বলা যাবে কি না, তা নিয়ে এ মামলার বিচারের সময় অনেক বিতর্ক হয়। বিবিসি।

সর্বশেষ খবর