বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

প্রণবের ইফতারে নেই মোদি

উপরাষ্ট্রপতি হামিদ আনসারি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সবাই হাজির, কেবল তিনিই অনুপস্থিত। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টির আয়োজন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হয় ইফতার পার্টি। একে একে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা থেকে শুরু করে উপরাষ্ট্রপতি, সোনিয়া গান্ধী, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সৈয়দ, দিল্লির লে. গভর্নর নাজিব জং, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সবাই এসেছিলেন এই পার্টিতে। দেখা গেছে জনতা দল ইউনাইটেড প্রধান শরদ যাদব, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ার, তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন, একাধিক কূটনীতিকসহ বিশিষ্টদের। কিন্তু আমন্ত্রিতদের তালিকায় নাম থাকলেও উপস্থিত ছিলেন না মোদি। আর শুধু এবারই নয় গত বছরও রাষ্ট্রপতির ইফতারে যাননি মোদি। কারণ অটলবিহারি বাজপেয়ি, মনমোহন সিং-এর মতো তার উত্তরসূরিরা ইফতার পার্টি দিলেও মোদি আসার পর সেই রীতি বন্ধ হয়ে গিয়েছে। যদিও বিজেপির তরফে আগেই বলে দেওয়া হয়েছিল ইফতারের সময়ই অর্থাৎ সন্ধ্যা ৭টা থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার কারণে ইফতার পার্টিতে থাকতে পারবেন না। তবে মোদির অনুপস্থিতির পরই প্রশ্ন ওঠে শুধুই কি বৈঠক নাকি এর পিছনে আছে অন্য কোনো রাজনীতি?

 

সর্বশেষ খবর