বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রাজনের হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জয়ের

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যায় জড়িতদের 'দানব' উল্লেখ করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল রাত সাড়ে ৮টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই মন্তব্য করেন তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, রাজনের ওপর নির্মম অত্যাচার এবং তার হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। রাজন ছিল অবোধ শিশু। এই দানবদের সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত। এর পরিপ্রেক্ষিতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দ্রুত তৎপরতার উল্লেখ করছি। যার ফলে জেদ্দায় পলাতক সন্দেহভাজন আসামি ধরা পড়েছে। সৌদি সরকার এবং ইন্টারপোলকেও তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয়।

সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে চোর অপবাদে পিটিয়ে হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সারা দেশে তোলপাড় শুরু হয়। গত ৮ জুলাই সকালে শিশুটিকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়।

সর্বশেষ খবর