বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ছাত্রলীগের সংঘর্ষ

জিয়া মেডিকেল কলেজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে মেডিকেল কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি বিকাল ৪টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ইন্টার্ন চিকিৎসক ডা. সিজার ও সাধারণ সম্পাদক ডা. আশরাফ গ্রুপের মধ্যে কলেজের ক্যান্টিন পরিচালনা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে ক্যান্টিনের খাবারের মান নিয়ে দুই গ্রুপের কর্মীদের মধ্যে ঝগড়া শুরু হয়। এর জের ধরে রাত ৩টার দিকে দুই গ্রুপের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে ক্যান্টিন ছাড়াও হোস্টেলের তিনটি কক্ষ ভাঙচুর এবং মালামাল তছনছ করা হয়। সংঘর্ষে কমপক্ষে  সাতজন আহত হন। সংঘর্ষের পর রাতেই কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। গতকাল সকাল থেকে আবারও দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে  বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি গতকাল বিকাল ৪টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, ক্যান্টিনের পরিচালনা নিয়ে  মঙ্গলবার রাতে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এর জের ধরে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।

 এ কারণে বড় ধরনের কোনো সংঘাতময় পরিস্থিতি এড়ানোর জন্য একাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

সর্বশেষ খবর