বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এবার সরকারি কলেজ  শিক্ষকদের তিন দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষকদের পর এবার তিন দফা দাবি জানিয়েছে সরকারি কলেজের শিক্ষকরা। তাদের সংগঠন ‘বিসিএস সাধারণ শিক্ষা সমিতির’ কেন্দ্রীয় সহ সভাপতি শাহ আলমগীর গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান। 

দাবিগুলো হলো- শিক্ষা ক্যাডারের মহাপরিচালক, বোর্ডের চেয়ারম্যান, জেলা সদরের অনার্স-মাস্টার্স কলেজের অধ্যক্ষের পদ প্রথম গ্রেডে উন্নীত করা, ৮ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল এবং অন্যান্য ক্যাডারের পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গাড়ি কেনার ঋণ ও সংরক্ষণ ভাতা সুবিধা প্রদান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম স্বপন, হাজী মহসিন কলেজের অধ্যাপক ইদ্রিস আলী, সিটি কলেজের অধ্যাপক আবদুল আলীম, জাহিদুল হক প্রমূখ।  লিখিত বক্তব্যে বলা হয়, ৮ম পে স্কেলে অনেক ইতিবাচক দিক থাকলেও শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে বেতন বৈষম্য বিবেচনায় না এনে অধ্যাপক পদের বেতন স্কেল ও গ্রেড অবনমন করা হয়েছে। তাছাড়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকসহ শিক্ষা ক্যাডারের সর্বস্তরের বেতন বৈষম্য বেড়েছে। ফলে এ ক্ষেত্রের ১৫ হাজার ২৪৬ সদস্য এটি উপভোগ করতে পারছেন না। বর্তমান পে-স্কেল অতীতের যেকোনো পে-স্কেলের তুলনায় শিক্ষকদের জন্য বৈষম্যমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর