শিরোনাম
শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পূজার নিরাপত্তায় জাপা মাঠে থাকবে : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও র‌্যাব সদস্যরা অতন্ত্র প্রহরীর মতো এবারের পূজার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। র‌্যাব-পুলিশসহ অন্য বাহিনীর পাশাপাশি  আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীরাও সার্বক্ষণিক মাঠে থাকবে। বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির নেতা-কর্মী দুর্গাপূজায় সনাতন সম্প্রদায়ের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। গতকাল রাজধানীর শ্যামপুর ইউনিয়নের বালুর মাঠে ঢাকা মহানগরীর শ্যামপুর-কদমতলী থানার ১৩টি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান উপলক্ষে শ্যামপুর-কদমতলী পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ১৩টি মন্দিরে নগদ ৩০ হাজার টাকা করে মোট তিন লাখ নব্বই হাজার টাকা বিতরণ করেন সৈয়দ আবু হোসেন বাবলা।

পূজা উদযাপন কমিটির সহসভাপতি গোপাল চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঢাকা মহানগরের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন দে, কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর