শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

প্রশ্নফাঁসের বিচার বিভাগীয় তদন্ত দাবি ডা. জাফরুল্লাহর

নিজস্ব প্রতিবেদক

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। অধ্যাপক ডা. এম এ হাদীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মেডিকেল শিক্ষা ও অধ্যাপক এম এ হাদী’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মো. তাহির, ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. এসএম রবিউল ইসলাম বাচ্চু প্রমুখ। ডা. জাফরুল্লাহ বলেন, মেডিকেলে যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে। এ নিয়ে শাহবাগে শিক্ষার্থীরা আন্দোলন করছে। বিষয়টি সমাধানের জন্য তাদের মারধর করলে হবে না। বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। কেবল বিচার বিভাগীয় তদন্ত হলেই এ সমস্যার সমাধান হতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর