বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এমপি লিটনের জামিনের শুনানি ২৫ অক্টোবর

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদনের শুনানি আগামী ২৫ অক্টোবর ধার্য করেছেন আদালত। শিশু সৌরভকে গুলি ও বাড়ি ভাঙচুর-লুটপাটের মামলায় গ্রেফতার এমপি লিটনের জামিনের জন্য তার আইনজীবী গতকাল আদালতে আবেদন করেন। গতকাল বেলা ১২টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতের বিচারক গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান ইউসুফ আবেদন গ্রহণ করে এ আদেশ দেন। এমপি লিটনের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু জানান, দুটি মামলায় এমপি লিটনের জামিনের জন্য গতকাল আবেদন করা হয়। আদালতের বিচারক আগামী ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন। তিনি জানান, এর আগে আদালত ১৫ অক্টোবর এমপি লিটনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে এমপি লিটন জেলা কারাগারে প্রথম শ্রেণির মর‌্যাদায় আছেন। তার কক্ষে একটি খাট, টেলিভিশন ও একটি চেয়ার-টেবিল ছাড়াও প্রতিদিন একটি দৈনিক পত্রিকা দেওয়া হচ্ছে। এ ছাড়া তার জন্য একজন সেবক নিয়োগ করা হয়েছে।

তার সঙ্গে আত্নীয়স্বজন ও দলীয় নেতা-কর্মীরাও সাক্ষাৎ করছেন। জেলা কারাগারের সুপার মো. মাহবুব আলম জানান, এমপি লিটনকে জেলকোড অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বর্তমানে সুস্থ আছেন। প্রসঙ্গত, ২ অক্টোবর ভোরে এমপি লিটন সুন্দরগঞ্জ থেকে বামনডাঙ্গায় ফেরার পথে ৯ বছরের শিশু সৌরভকে গুলি করেন। সৌরভের পায়ে তিনটি গুলিবিদ্ধ হয়। ৩ অক্টোবর রাতে এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। ৭ অক্টোবর এমপি লিটনসহ ১০ জনকে আসামি করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অপর একটি মামলা করেন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মণ্ডল।

সর্বশেষ খবর