সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মৃত ভোটারের সন্ধানে চৌকিদারের কাছে ইসি

নিজস্ব প্রতিবেদক

তথ্য সংগ্রহে মাঠ কর্মকর্তাদের ‘অবহেলা’র সমালোচনার মধ্যে মৃত ভোটারের নাম কর্তনে গ্রাম পুলিশের শরণাপন্ন হয়েছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে প্রতি মৃত ভোটারের তথ্য সংগ্রহে ১০ টাকা সম্মানীও দেওয়া হচ্ছে। বিশাল অঙ্কের অর্থ অপচয় রোধে নতুন করে এ নির্দেশনা। গতকাল দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপ-সচিব মু. আবদুল অদুদ। ভোটারদের স্মার্টকার্ড বিতরণ শুরুর আগে মৃত ভোটারের নাম কর্তনে  দেশজুড়ে এ নির্দেশনা দেওয়া হলো। দেশজুড়ে চলমান  ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। ছবি তোলা ও ভোটারযোগ্যদের তথ্য নিবন্ধন চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

মৃত ভোটার নিয়ে উদ্বেগে রয়েছেন জানিয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, এবার হালনাগাদে তালিকা থেকে বাদযোগ্য মৃত ভোটারের সংখ্যা সন্তোষজনক নয়। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বেশ কম তথ্য সংগ্রহ হয়েছে। সেই সঙ্গে সব এলাকায় পুনরায় তথ্য যাচাইয়ের উদ্যোগ নেওয়া হবে। উপ-সচিব অদুদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মৃত ভোটারের নাম বাদ দিতে ইউপির  চৌকিদার/গ্রাম পুলিশদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর