মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ব্যবসায়ীদের অভিযোগ

ক্যাপটিভ পাওয়ার স্থাপনের অনুমতি দিচ্ছে না সরকার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বাইরে শিল্পপ্রতিষ্ঠান করতে আগ্রহী ব্যবসায়ীরা। তবে ঢাকার বাইরে শিল্প-কারখানা স্থাপন করলে গ্যাস সংযোগ পাওয়া যাচ্ছে না। এমনকি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শিল্পপ্রতিষ্ঠান স্থানান্তর করলে নিজস্ব জ্বালানি উৎপাদনের (ক্যাপটিভ পাওয়ার) স্থাপনের অনুমতি দিচ্ছে না সরকার। গ্যাস সংকটের অভাবে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগের দাবি করেছেন তারা। গতকাল রাজধানীর দিলকুশায় একটি হোটেলে শিল্প খাতে জ্বালানির সক্ষমতা বৃদ্ধি নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। ব্যবসায়ীরা বাসাবাড়ি, গাড়িতে গ্যাস ব্যবহার বন্ধ করার দাবি করেন। বিসিআই সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ডিসিসিআই সহ-সভাপতি শোয়েব চৌধুরী বলেন, অ্যাকর্ড, অ্যালায়েন্সের সুপারিশে কারখানা স্থানান্তর করতে হচ্ছে। কিন্তু নতুন জায়গায় কারখানা স্থানান্তর করলে গ্যাস সংযোগ পাওয়া যাচ্ছে না। এমনকি নিজেদের অর্থায়নে ক্যাপটিভ পাওয়ার স্থাপন করারও অনুমতি পাওয়া যাচ্ছে না। শিল্পায়ন করার কথা বললে শিল্পপ্রতিষ্ঠানকে অবশ্যই জ্বালানি সরবরাহ করতে হবে। বাংলাদেশ নিটওয়্যার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আবুল হাসনাত কবীর বলেন, ‘বিশ্ববাজারে নিট পণ্যের প্রতিযোগিতায় টিকতে হলে বাংলাদেশের উৎপাদন খরচ কমানো জরুরি। এ জন্য জ্বালানি সংকট আমাদের মারাত্মক। গ্যাস সংকটের কারণে অনেক সময় উৎপাদন বন্ধ রাখতে হয়।’ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতা মতিন চৌধুরী বলেন, টেক্সটাইল বাংলাদেশের বৃহৎ শিল্প। এগুলো সহজে স্থানান্তর করা যাবে না। অর্থনৈতিক জোনে নতুন করে কারখানা স্থাপন করা যেতে পারে। তবে যেসব জোন করার কথা বলা হচ্ছে, সেখানে নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ দিতে হবে। জ্বালানি সংকট রেখে আলাদা অর্থনৈতিক জোন, বিশেষ শিল্প জোন করে কোনো লাভ হবে না। আলোচনায় তৌফিক-ই-ইলাহি বলেন, ছয় মাসের মধ্যে কারখানার ক্যাপটিভ পাওয়ারের (বিদ্যুৎ উৎপাদন জেনারেটর) সক্ষমতা ৬০ শতাংশে উন্নীত করতে হবে। এমন নির্দেশের সঙ্গে সঙ্গে উপস্থিত শিল্প-মালিকরা ছয় মাসের পরিবর্তে এক বছরের দাবি জানালেও সেদিকে কোনো কর্ণপাত করেননি তৌফিক-ই-ইলাহি। তিনি বলেন, ‘যেসব পোশাক শিল্পমালিক বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করবেন, তাদের গ্যাস সংযোগ দেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করব। তবে শিল্পমালিকদের গ্যাসভিত্তিক কারখানা না করে, বিদ্যুৎভিত্তিক কারখানা প্রতিষ্ঠার বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি বলেন, ভারতের সঙ্গে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আলোচনা চলছে। আলোচনা সফল হলে তিন-চার বছরের মধ্যে শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর