মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মুজাহিদের আইনজীবীসহ তিনজন রিমান্ডে

আদালত প্রতিবেদক

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আইনজীবী আসাদ উদ্দিনসহ তিনজনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান ও জনৈক মো. আবদুর রাজ্জাক। এর আগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাহবুবুল আলম ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহ করে আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আদালতকে বলেন, এই আসামিদের অনেক আগেই বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে একত্র করে আসাদ গেটের সেভেন সেভেন রেস্টুরেন্টে ঘটনার স্থান হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া আইনজীবী আসাদ নিজে আদালতের অনুমতি নিয়ে বলেন, ‘আমাকে সিরাজগঞ্জ থেকে ১৬ অক্টোবর গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে এবং ১০ দিন পরে আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৬১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছে পুলিশ। এখন নিয়ম রক্ষার জন্য ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দেখানোর কথা বলা হচ্ছে। এ ছাড়া আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আইনজীবী। আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দণ্ডের বিষয়ে রিভিউ দরখাস্ত শুনানির জন্য আছে। ওই শুনানি বাধাগ্রস্ত করতে আমাকে গ্রেফতার করা হয়েছে। মামনীয় আদালত, আপনি যদি আমাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন, তাহলে ওই শুনানিতে আমার জন্য সিনিয়র আইনজীবীরা সময়ের আবেদন করবেন। এ ছাড়া যদি তদন্ত কর্মকর্তার প্রয়োজন হয়, আপনি জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিতে পারেন। রিমান্ডে নেওয়ার যৌক্তিক কোনো কারণ নেই।’ উভয় পক্ষের শুনানি শেষে তিনজনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। সাধারণ ডায়েরির নথিসূত্রে জানা গেছে, ২৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আসাদ গেটের সেভেন সেভেন রেস্টুরেন্টে চলমান যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করার জন্য শলাপরামর্শ করছিলেন আসামিরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

সর্বশেষ খবর