মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

টিআইবি সংসদ ও সংবিধানকে অবমাননা করেছে : চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদকে পুতুল নাচের নাট্যশালার সঙ্গে তুলনা করে ‘নিয়ম রক্ষার্থে’ সংসদ চলছে মর্মে টিআইবির মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তিনি বলেন, এ ধরনের মন্তব্যের মাধ্যমে টিআইবি জাতীয় সংসদ ও সংবিধানকে অবমাননা করেছে। সংসদকে অবমাননা দেশের সমগ্র জনগণকে অবমাননা করার শামিল। সাংবিধানিকভাবে জনগণের নির্বাচিত সংসদকে হেয়প্রতিপন্ন করে কোনো মন্তব্য করা সংবিধান লঙ্ঘনের শামিল। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন। এ সময় হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মাহবুব আরা গিনি, সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমেদ উপস্থিত ছিলেন। আ স ম ফিরোজ জানতে চান, টিআইবিকে জাতীয় সংসদ নিয়ে এ ধরনের মন্তব্য করার অধিকার কে দিয়েছে? এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করে বলেছেন, জাতীয় সংসদ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন এবং দেশে আইএসের জঙ্গিবাদী কার্যক্রমের অভিযোগ একই সূত্রে গাঁথা। গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগের যৌথ সভায় তিনি এ অভিযোগ করেন। জেলহত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বর আওয়ামী লীগের জনসভা সফল করতে দলের সহযোগী সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে আওয়ামী লীগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর