মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

শিগগিরই উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের জন্য জেলা প্রশাসকদের কাছে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হবে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন খসড়ার ওপর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ফাওজিয়া করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতি নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার যৌন হয়রানি প্রতিরোধে আইন করার উদ্যোগ নিয়েছে। আইনটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই সংসদে এটি পাস করার ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০০৮ সালে সালমা আলী সংশ্লিষ্ট বিষয়ে একটি রিট পিটিশন দাখিল করেন। পরে উচ্চ আদালতের নির্দেশনার পর সরকার এই আইন প্রণয়নের উদ্যোগ নেয়।

সর্বশেষ খবর