শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পর্যাপ্ত আসামি আদালতে উপস্থিত না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়েছে। গতকাল ও বুধবার সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও বেশিরভাগ আসামি অনুপস্থিত থাকায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ থেকে বিরত থাকেন। পরে বিচারক সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ৪ ও ৫ নভেম্বর ধার্য করেন। ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, গতকাল আবদুর রউফ ও এরফান আলীসহ তিনজনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত আসামি হাজির না থাকায় বিচারক সাক্ষ্যগ্রহণ করেননি। তিনি জানান, মামলার ৩২ জন আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন জেলে ও ১০ জন পলাতক রয়েছেন। কারান্তরীণ ১৪ জনের মধ্যে গতকাল ৯ জন আদালতে অনুপস্থিত ছিলেন। তাই বিচারক সাক্ষ্যগ্রহণ না করে নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ওইদিন বাদীপক্ষ আদালতে সাক্ষীদের হাজির করতে না পারায় বিচারক ৩০ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। ওইদিন আদালতে সাক্ষ্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান। ২১ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন আবদুল মতিন, আবদুল কাইয়ুম ও ঈমান আলী। প্রসঙ্গত, টানা নয় দফা পেছানোর পর গত ১৩ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ৩২ জনের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিসিক’র মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান প্রমুখ।

 

সর্বশেষ খবর