শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মাদারীপুরে জোড়া খুনের মামলায় চারজনের ফাঁসি

আদালত প্রতিবেদক

মাদারীপুরের রাজৈরে জোড়া খুনের মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি একজনের যাবজ্জীবন ও নয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দীন এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মহিউদ্দিন হাওলাদার, সোহাগ হাওলাদার, হালিম সর্দার ও হাবি শিকদার। এ ছাড়া ১০ বছর করে যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন হিরু হাওলাদার, রফিক হাওলাদার, কাইয়ুম শিকদার, জাহাঙ্গীর শিকদার, টুটুল হাওলাদার, মোস্তফা হাওলাদার, জিন্নাত খান ও ইদ্রিস শেখ। ২০০৩ সালে রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গল এলাকায় ঈদুল আজহার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক সমর্থিত সৈয়দ আলী মোল্লা ও সোলেমান মোল্লাসহ ৩৬ জনকে গুলি করে। ঘটনাস্থলে সৈয়দ আলী মারা যান আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলেমান মোল্লা।

সর্বশেষ খবর