শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মৌলভীবাজার-৩ আসনে উপনির্বাচন ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচন ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এ আসনের এমপি ছিলেন। গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ মৌলভীবাজার-৩ শূন্য আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী- এ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ নভেম্বর; বাছাই ১৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২২ নভেম্বর। ৮ ডিসেম্বর ভোট হবে। ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলী মারা যান। ফলে মৌলভীবাজার-৩ আসনটি শূন্য হওয়ায় ১৪ ডিসেম্বরের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতাও রয়েছে। আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর সংসদ সচিবালয়ের চিঠি পেয়ে উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করতে গতকাল কমিশন বৈঠক হয়। কমিশন সভা শেষে সিইসি নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ভোটের তফসিল ঘোষণা করেন। এ উপনির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার বিধিনিষেধ তুলে ধরে বলেন, নির্বাচনের সময় সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকক্ষে প্রবেশের আগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বা প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। সাংবাদিকদের কাছে নিজস্ব পরিচয়পত্র ও রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের অনুমতিপত্র থাকতে হবে।

সর্বশেষ খবর