শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
গোপালগঞ্জের বোমা হামলা-মামলা

পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আদালত প্রতিবেদক

গোপালগঞ্জের জজ আদালত চত্বরে বোমা হামলায় পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিলন খান, জিল্লুর রহমান মোল্লা, জিয়াউর রহমান, গিয়াস উদ্দিন ও হাসান আলী। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট গোপালগঞ্জের জজকোর্ট চত্বরসহ পাঁচ স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল হক মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে ২০০৬ সালের ১৬ জুন ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

সর্বশেষ খবর