শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আশুরার প্রধান শিক্ষা অসত্যকে মোকাবিলা জৈনপুরী পীর

নিজস্ব প্রতিবেদক

আল্লামা সৈয়দ আ ন ম মাহবুবুর রহমান জৈনপুরী পীর বলেছেন, অসত্যকে মোকাবিলায় সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে হয়তো শহীদ, নয়তো গাজীর মালা গলায় পরে দীনের পথে এগিয়ে যাওয়াই হলো আশুরা বা ১০ মহররমের প্রধান শিক্ষা। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার  রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

 জৈনপুরী পীর বলেন, হজরত হোসাইন (রা.) বাতিলের কাছে মাথানত না করে সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে সপরিবারে শাহাদাতবরণ করেন। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ ডা. মো. খলিলুর রহমান।

সর্বশেষ খবর