বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
কালিহাতীর উপনির্বাচন

৯০ মাস পেছালেও পিছু ছাড়ব না

কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে অনেক সম্মানী হচ্ছেন। আমি চাই বিদেশের মতো দেশের মানুষও তাকে সম্মান করুক। মানুষকে অসম্মানিত করে কেউ সম্মানিত হতে পারে না। মানুষের সম্মান পেতে হলে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। অত্যাচার করে কেউ কোনো দিন ক্ষমতায় টিকে থাকেনি, থাকতেও পারবে না। কালিহাতীতে গামছার জোয়ার দেখে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯০ দিন নির্বাচন পিছিয়েছেন। ৯০ দিন কেন ৯০ মাস পেছালেও আমরা পিছু ছাড়ব না। আমাদের জয় হবেই। তিনি গতকাল কালিহাতী উপজেলার এলেঙ্গায় এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি হাসমত আলীর সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এ এইচ এম আবদুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ। বঙ্গবীর বলেন, কালিহাতীতে আমার জনসভায় ১৪৪ ধারা জারি করে আমার জনসভা থামাতে চায় সরকার। আমার জনসভায় যত ১৪৪ ধারা জারি করুক দামাল ছেলেদের থামিয়ে রাখতে পারবে না কেউ। আমরা মানুষের সেবক। আমরা মানুষের সেবা করতে চাই। মানুষ আমাদের রাজনীতিবিদদের জন্য কষ্ট করবে এটা মেনে নেওয়া যায় না।

সর্বশেষ খবর