বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার রিয়াদের পরিবারকে সোহেলের ভাইয়ের হুমকি

নেয়ামত হোসেন, চাঁদপুর

ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলাম সোহেলের ভাই রাসেল ফোনে নিহত হোটেলকর্মী রিয়াদের পরিবারকে হুমকি দেওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ১০৭, তারিখ-২.১১.২০১৫। নিহত রিয়াদের ভাই রিপন সোমবার রাতে এ জিডি করেন। জিডিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টায় রিয়াদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তারপর সকাল ১০টার দিকে হোটেল মালিক সোহেলের ভাই রাসেল ফোনে হুমকি দিয়ে তাকে (রিপন) একা ঢাকায় গিয়ে দেখা করতে বলেন। ঘটনার রাতে সোহেলও হুমকি দিয়েছিলেন। এ অবস্থায় রিপন ও তার মা রোকেয়া বেগম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রিপন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার ভাইকে খুনের পর ঘাতক সোহেল ও তার ভাই রাসেল আমাদের হুমকি দিয়ে চলছেন। অথচ তারা এখনো গ্রেফতার হননি। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। আমার ভাইয়ের হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার বেলা ১১টায় হাজীগঞ্জ বাজারে আমরা মানববন্ধন করব। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘরোয়া হোটেলের কর্মী রিয়াদ (১৭) ও তার সহকর্মীরা রাজধানীর মতিঝিলের স্বামীবাগে ৭৩ নম্বর মিতালী স্কুলের একটি নির্মাণাধীন বাসায় একসঙ্গে থাকত। টাকা ও মোবাইল ফোন সেট চুরির অভিযোগে হোটেলকর্মী রিয়াদকে ওখানেই গুলি করে হত্যা করেন মতিঝিলের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আরিফুল ইসলাম সোহেল। এ ব্যাপারে ওয়ারি থানায় মামলা হয়েছে।

 

 

সর্বশেষ খবর