মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এনায়েতুল্লাহ্ খানের ১০ম মৃত্যুবার্ষিকী

ইংরেজি দৈনিক নিউ এজ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সাপ্তাহিক হলিডে-এর প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ্ খানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৫ সালের ১০ নভেম্বর কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি

সাংবাদিকতার জন্য একুশে পদকপ্রাপ্ত এনায়েতুল্লাহ্ খানের সাংবাদিকতার বর্ণাঢ্য কর্মজীবন শুরু হয় পাকিস্তান অবজারভারে প্রদায়ক প্রতিবেদক হিসেবে ১৯৫৯ সালে। ইংরেজি সাপ্তাহিক হলিডে প্রতিষ্ঠা করেন ১৯৬৫ সালে। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ টাইমস্ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতা ছাড়াও তিনি সরকারের মন্ত্রী (১৯৭৭-৭৮) এবং রাষ্ট্রদূত (চীন, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া, মিয়ানমার ১৯৮৪-১৯৮৯) হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে এনায়েতুল্লাহ্ খান দায়িত্ব পালন করেন ১৯৭৩-৭৬ সালে এবং ঢাকা ক্লাবের সভাপতি ছিলেন ১৯৮৪-৮৫ সালে। বিজ্ঞপ্তি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর