শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ওয়ারীতে গ্যাস চুলার আগুনে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারীর একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- আলমগীর হোসেন (৬০), তার স্ত্রী হোসনে আরা (৫০) ও মেয়ে শামরিন আলম (২২)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দুদুনাথ বসাক লেনের ৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধ আলমগীরের শ্যালক আবদুস সাত্তার জানান, রাত পৌনে ১২টার দিকে আলমগীর রান্নাঘরে পানি গরম করতে যান। চুলা জ্বালানোর সময় তার শরীরে আগুন ধরে যায়। রান্নাঘরের পাশে বেডরুমে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা মা-মেয়ে দগ্ধ হন। ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপ লাইনে ছিদ্র থাকায় এ অগ্নিকান্ড ঘটেছে।

আলমগীর সদরঘাটে তাদের একটি মার্কেট দেখাশোনা করতেন এবং শামরিন ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রী। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, আগুনে আলমগীরের শরীরের ৯৫ শতাংশ, হোসনে আরার ৪০ শতাংশ এবং শামরিনের ৩০ শতাংশ পুড়ে গেছে। আলমগীরের অবস্থা আশঙ্কাজনক। এ দিকে, মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, গতকাল সকালে মোহাম্মদপুর স্বপ্ননীড় হাউজিং সংলগ্ন খেলার মাঠের পাশে ময়লার স্তপে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। আহত ব্যক্তি সেখানে ময়লা পরিষ্কার করছিলেন।

সর্বশেষ খবর