সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
হজ পর্যালোচনা বৈঠক

বিমান ও কার্গো সংস্থার জন্য হাজীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

হজ পালন শেষে ফেরার সময় হাজীরা তাদের ব্যাগেজ বা মালামাল নিয়ে ১০ থেকে ২৪ ঘণ্টা হোটেল লবিতে বসেছিলেন। এরপর বিমানবন্দরে পৌঁছে আরও ২৪ ঘণ্টার অপেক্ষা। এ সময় হাজীদের সৌদি কর্তৃপক্ষের তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে। তাদের সেবার জন্য নিযুক্ত গাইডরাও ব্যস্ত থেকেছেন হোটেলে অবস্থানরত বিদেশি হাজীদের সেবায়। আর বিমান বাংলাদেশ এয়ারলাইনস মক্কাগামী হাজীদের ব্যাগ পাঠিয়েছে মদিনায়, আর মদিনারটা মক্কায়। গতকাল অনুষ্ঠিত হজ পর‌্যালোচনা বৈঠকে এসব অনিয়ম উঠে এসেছে। সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, হাজীদের মালামাল পরিবহন সংক্রান্ত অব্যবস্থাপনার জন্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে সংশ্লিষ্ট কার্গো পরিবহনকারী সংস্থাকে দায়ী করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ধর্ম মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হোটেল থেকে হাজীদের মালামাল জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর দায়িত্ব ছিল কার্গো পরিবহনকারী সংস্থা র‌্যাবেল কার্গো ইন্টারন্যাশনালের। কিন্তু হাজীরা তাদের মালপত্র নিয়ে লবিতে বসে থাকার সময় প্রতিষ্ঠানটির কোনো প্রতিনিধির দেখা পাওয়া যায়নি। হাজীদের দুর্ভোগের জন্য এই প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিবেদনে। গতকাল হজ পর‌্যালোচনা বৈঠকে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থান করা হয়।

সর্বশেষ খবর