Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
আপলোড : ৩ ডিসেম্বর, ২০১৫ ২৩:৪২

জবিতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় আলোচনাসভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জবিতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় আলোচনাসভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহ কার্যক্রম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিক্ষকদের সংগঠন নীলদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য ইতিহাস। সবার ক্ষুদ্র প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। যাতে করে এই জাদুঘরে সব বাঙালির অংশীদারিত্ব থাকে। সবাই যাতে গর্বের সঙ্গে বলতে পারে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর ...আমার জাদুঘর’। অনুষ্ঠানের নীলদলের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ জাদুঘর তহবিল সংগ্রহ কমিটির সদস্য-সচিব ড. এ কে এম লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও জবি ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।


আপনার মন্তব্য