বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তরুণদের আবিষ্কারে আমি মুগ্ধ : জয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘মুক্তিযুদ্ধ-৭১’ নামে একটি ভিডিও গেম তৈরি করেছেন বাংলাদেশেরই কয়েকজন তরুণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাখাওয়াত নাদিম এ তরুণদের দলনেতা। তার সঙ্গে ছিলেন এনামুল কবির, মৌসুমী চৌধুরী ও জয়ীতা। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে গেমটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় জয় বলেন, আমি আনন্দিত আমাদের তরুণরা চমত্কার চমত্কার সফটওয়্যার আবিষ্কার করেছে। এগুলো দেখে আমি মুগ্ধ, অভিভূত।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘মুক্তিযুদ্ধ ৭১’ গেমটি খুব ভালো হয়েছে। বিজয়-৭১ অ্যাপস খুব ভালো লেগেছে। বিজয়ের মাসে এটি আমাদের অনুপ্রাণিত করবে। সোনামণি অ্যাপসটাও দারুণ হয়েছে। আমাদের তরুণ উদ্যোক্তারা যে আবিষ্কার করেছে ভবিষ্যতে তাদের ক্যাপাবিলিটি ও দক্ষতা বাড়ানোর জন্য বছরে ৫০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে একটি বিশেষায়িত ল্যাবও উদ্বোধন করেন জয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এ সময় উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে শাখাওয়াত নাদিম জানান, গেমটি তৈরির জন্য সরকার প্রায় ১০ লাখ টাকা অনুদান দিয়েছে। আর গেমটির পূর্ণাঙ্গ ভার্সন আসছে আগামী ২৬ মার্চ। অনুষ্ঠানে অপ্রাপ্তবয়স্কদের ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ ঠেকাতে নির্মিত ‘সোনামণি গার্ড’ সফটওয়্যার, মহান মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত ‘মুক্তিযুদ্ধ ৭১’ শীর্ষক কম্পিউটার গেম, বিজয়-৭১ নামের ফেসবুক অ্যাপস ও বোমা নিষ্ক্রিয়কারী এবং সারভেইলেন্স রোবটের কার্যক্রম দেখানো হয়।

সর্বশেষ খবর