বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিজয় দিবসে কলকাতায় মোমবাতি মিছিল

কলকাতা প্রতিনিধি

একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সন্ধ্যায় কলকাতার রাজপথে মোমবাতিমিছিল করল ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি। পার্ক স্ট্রিট থেকে শুরু করে এ মিছিল পৌঁছায় ফোর্ট উইলিয়াম পর্যন্ত। মিছিল শেষে ফোর্ট উইলিয়ামের শহীদস্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান সমিতির সহ-সভাপতি নির্মলেন্দু ভট্টাচার্য, সম্পাদক অজয় দে, যুগ্ম-সম্পাদক গৌর সাহাসহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে শহীদবেদিতে মোমবাতি প্রজ্বালন করেন সমিতির সদস্যরা। 

বিজয় স্মারকে ফুলেল শ্রদ্ধা : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৪তম বার্ষিকীতে গতকাল সকালে কলকাতায় ফোর্ট উইলিয়ামের মূল ফটকের কাছে বিজয় স্মারকে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় ভারতের তিন বাহিনী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ৩৬ সদস্যের মুক্তিযোদ্ধা প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তারাও শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সেনাবাহিনীর মাঠে আয়োজিত একাত্তরের মুক্তিযুদ্ধসংক্রান্ত একটি প্রদর্শনীও ঘুরে ঘুরে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিনিধি দল।

বিজয়বার্ষিকী উদ্যাপনে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন বিকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে। ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তার বক্তব্যে মুক্তিযুদ্ধকালে ভারতের অকৃপণ সহায়তার কথা কৃজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সর্বশেষ খবর