শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সমর্থ বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অন্য মুসলিম দেশের তুলনায় বাংলাদেশ ভালোভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সকালে রাজধানীর রাজারবাগ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, জঙ্গি দমনে শুধু কোনো জোটভুক্ত হওয়াই গুরুত্বপূর্ণ বিষয় নয়। শুরু থেকেই জঙ্গিবাদ দমনে কাজ করে চলেছে বাংলাদেশ। শুরু থেকে তো এটার (জঙ্গিবাদ) বিরোধিতা করছি। কাজেই মোর্চা গঠন, নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা এর বিরুদ্ধে আছি সব সময়।

প্রসঙ্গত, মঙ্গলবার এশিয়া ও আফ্রিকার ৩৪টি দেশের সমন্বয়ে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে নতুন জোটের ঘোষণা দেয় সৌদি আরব। এতে বাংলাদেশের নাম রয়েছে।

শ্রদ্ধা জানানোর সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর