রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অদ্ভুত উদ্ভিদ!

ঠাকুরগাঁও প্রতিনিধি

অদ্ভুত উদ্ভিদ!

ঠাকুরগাঁওয়ে মানুষের হাতের পাঞ্জা আকৃতি এবং শেকড়ের মতো  দেখতে এক উদ্ভিদ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেবতার হাত  ভেবে এরই মধ্যে পূজা দিতে শুরু করেছেন এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা। গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর গুদামপাড়া গ্রামে একটি পরিত্যক্ত শ্মশানঘাটের মাটির ঢিবিতে একটি হাতের ন্যায় উদ্ভিদ দেখা গেছে। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে উদ্ভিদটি দেখতে এলাকার লোকজন ভিড় করতে শুরু করে। যত দিন বাড়ছে, ততই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন সেটা দেবতার হাত ভেবে পূজো দিতে শুরু করেছেন। নাম প্রকাশ না করে একজন স্থানীয় অধিবাসী জানান, স্থানীয় দুন্দু নামে এক ব্যক্তি সেখানকার একটি গাছ কেটে ফেলে ২/৩ বছর পূর্বে। সেই থেকে তার সন্তান সূর্য অসুস্থ হয়ে পড়ে। সম্প্রতি দুন্দুকে সেখানকার গ্রামঠাকুর স্বপ্নে  দেখায় যে, সেখানে দেবতার জন্য একটি ঘর নির্মাণ করে দিতে হবে। তারই আলোকে দেবতার হাত দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা শুরু করেছেন। অসুস্থ সূর্য জানান, দেবতা তার সব রোগ সারিয়ে দিলে সেখানে তিনি ঘর নির্মাণ করে দেবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর