শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
কিবরিয়া হত্যামামলা

আবারও পেছাল সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যামামলায় সাক্ষ্যগ্রহণ একের পর এক পেছাচ্ছে। গতকালও আলোচিত এই হত্যামামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আদালতে সাক্ষী হাজির না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ করেননি। এ নিয়ে ১৩ দফায় পিছিয়ে গেল কিবরিয়া হত্যামামলার সাক্ষ্যগ্রহণ। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, গতকাল আদালতে কারান্তরীণ ১৪ আসামির মধ্যে ১২ জনকে হাজির করা হলেও সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ৬ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। কিবরিয়া হত্যামামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

গতকালও আলোচিত এ মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। তবে সাক্ষী না আসায় এবং পর্যাপ্ত আসামি হাজির না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। কিবরিয়া হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।

সর্বশেষ খবর