রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নারীকে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কাউকে পেছনে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ সম্ভব। এ জন্য নারী শিক্ষা প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল মাঠে ভিকারুন্নিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক বুশরা হাসিনা চৌধুরীর সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং গভর্নিং বোর্ডের চেয়ারম্যান রাশেদ খান মেনন, কলেজের প্রিন্সিপাল সুফিয়া খাতুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর