মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

টাঙ্গাইলের সেই ১৩ পুলিশের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশ-জনতা সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে চারজন নাগরিকের নিহতের ঘটনায় অভিযুক্ত ১৩ পুলিশের বিরুদ্ধে কী পদক্ষেপ  নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৭ মার্চের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি মইনুল ইসলাম  চৌধুরী এবং বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল মোতাহার হোসেন সাজু। ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হন। এ ঘটনায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষে ওই বছরের ২১ সেপ্টেম্বর রিট করেন আইনজীবী সালমা আলী। রিটের শুনানি করে একই বছরের ৩০ সেপ্টেম্বর ওই ঘটনার সব তদন্ত প্রতিবেদন ৬০ দিনের মধ্যে আদালতে জমা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে আইন মেনে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করেছে কিনা তাও জানতে চান আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, এ ঘটনায় পুলিশ দুটি তদন্ত কমিটি গঠন করে। ২০১৫ সালের ৫ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে জমা দেওয়া হয়। এ প্রতিবেদনগুলো হাইকোর্টে আসে ১৫ ডিসেম্বর। প্রতিবেদনে ১৩ জন পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সাময়িক বরখাস্তের আদেশসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। এ সুপারিশ অনুসারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ৭ মার্চের মধ্যে আইজিপিকে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর