মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

উত্তরা আধুনিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল নিয়োগ প্রশ্নের মুখে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল নিয়োগ বিধিসম্মত হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী এ পদে নিয়োগের আগে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কথা। দ্বিতীয়ত, আবেদনকারী চিকিৎসকদের গভর্নিং বডি ও টিচার সিলেকশন কমিটিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ দিতে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) ইসি কমিটিকে গভর্নিং বডি নিয়োগ দেওয়ার সুপারিশ করবে। সবশেষে ইসি কমিটি সুপারিশকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দেবে। কিন্তু এ ক্ষেত্রে কোনো পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি। একই সঙ্গে গভর্নিং বডি ও টিচার সিলেকশন কমিটিতে এ পদে কোনো পরীক্ষাও নেওয়া হয়নি বলে জানা গেছে। জানতে চাইলে মেডিকেল কলেজের দায়িত্বে থাকা প্রিন্সিপাল কাজী সফিকুর রহমান বলেন, ‘আমি রেডিওলজির প্রফেসর। আমাকে প্রথমে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হয় ২০১০ সালে। পরে ২০১২ সালে বিএমএসআরআইর ইসি কমিটি এ পদে আমাকে রেগুলার করে।’ এ পদে নিয়োগের আগে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার ঠিক মনে নেই। তবে শুনেছি একটি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।’ আপনি প্রিন্সিপাল পদে নিয়োগের আগে গভর্নিং বডি ও টিচার সিলেকশন কমিটিতে পরীক্ষা দিয়েছিলেন কি না, এবং কজন প্রার্থী আপনার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছিলেন, এমন প্রশ্ন কাজী সফিকুর রহমান এড়িয়ে যান। তিনি বলেন, ‘এ বিষয়ে বিএমএসআরআইর ইসি কমিটিই ভালো বলতে পারবে।’ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিএমএসআরআইর অনারারি সেক্রেটারি নিয়াজ আহমেদ চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। কলেজের গভর্নিং বডি এটি আমাকে অবহিত করেনি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর