মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সেই আউয়াল হলেন পুলিশ

নিজস্ব প্রতিবেদক

পাঁচ বছর আগে বিসিএসে প্রথম হয়েও সরকারি চাকরিতে ‘নিষিদ্ধ’ হওয়া সেই আবদুল আউয়ালকে অবশেষে মনোনীত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আদালতের নির্দেশে আউয়ালকে ২৯তম বিসিএসের পুলিশ ক্যাডারে মনোনীত করা হয়েছে বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি। এতে বলা হয়েছে, ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত কমিশনের ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি তথ্য বিভ্রাট/প্রশাসনিক কারণে আউয়ালের ফল স্থগিত রাখা হয়েছিল। গত ১০ জানুয়ারি আদালতের আদেশে আউয়ালের স্থগিত ফল ঘোষণা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এখন বিসিএস ফরমের সঙ্গে দেওয়া আউয়ালের তথ্য-উপাত্ত ও সনদ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সত্যতা যাচাই করে তাকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর সরকার কর্তৃক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

 

২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি ২৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হলেও সেখানে আবদুল আউয়ালের রেজিস্ট্রেশন নম্বর (০০০৮৭৩) ছিল না। পরবর্তীতে পিএসসির বার্ষিক প্রতিবেদনে ধারাবাহিকভাবে যেসব নাম এসেছে তার মধ্যে আউয়ালের নাম ছিল সবার উপরে, যা প্রকাশিত হয় ২০১২ সালে। ওই তথ্যের সূত্র ধরেই এগিয়ে যান আউয়াল, খোঁজ নেন পিএসসিতে। অবশ্য তাকে জানিয়ে দেওয়া হয়েছিল, তার শিক্ষাগত যোগ্যতা প্রথম হওয়ার মতো নয়, তার বিরুদ্ধে পরীক্ষায় অসুদপায় অবলম্বনের অভিযোগও রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ বিষয়ে পিএসসি কোনো তদন্ত না করেই ২৯তম বিসিএস থেকে আউয়ালের প্রার্থিতা বাতিল করে তাকে সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণা করে। যদিও অসাবধানতাবশত বার্ষিক প্রতিবেদনে তার নামটি চলে আসে। এ নিয়ে ওই সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। পরে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আউয়ালকে নিয়োগের নির্দেশ দেন উচ্চ আদালত। আদালতে রিট করে আউয়াল সাংবাদিকদের জানিয়েছিলেন, ফরমে ভুল করে নিজ জেলা কুমিল্লার স্থলে বান্দরবান ঘর ভরাট করেন। ফরম পূরণের দিন নিজের বোন মারা যাওয়ায় অনিচ্ছাকৃত এই ভুল হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর