মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মাতৃসদনের সামনে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে। এরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতিসহ নানা অপরাধকর্ম করে আসছিল। গ্রেফতারকৃতরা হলেন শহীদুল ইসলাম মাঝি ওরফে কামরুল মাঝি, ইউসুফ কাজী, আবদুল মালেক, মালেক চৌধুরী, জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর, ইয়াসিন, বাদল ও আব্বাস আলী। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, পুলিশের মনোগ্রাম, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ডিবি লেখা জ্যাকেট ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে মিন্টো রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে আরও বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে ওই এলাকায় ডাকাতির চেষ্টা করছিল।

 গত রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সাত-আট বছর ধরে এ কাজ করছে। ডিবি সেজে তারা যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা, সোনার অলঙ্কার ও অন্যান্য মালামাল লুট করে থাকে। ঢাকা মহানগরসহ  দেশের বিভিন্ন জেলায় তাদের নামে একাধিক মামলা ও পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর