মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগ ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সম্পর্কে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বক্তব্য গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এ আবেদন করেন আইনজীবী জুলফিকার আলী জুনু। উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ন হয়— বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর এ ধরনের বক্তব্য-বিবৃতি সব গণমাধ্যমে প্রকাশ-প্রচার থেকে বিরত রাখতে তথ্য সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না, মর্মে রুল চাওয়া হয়েছে।

তথ্যসচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন  রেগুলেটরি অথরিটির (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ  প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর