মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় এমপ্লয়মেন্ট পাস বন্ধ করল মালয়েশিয়া দূতাবাস

প্রতিদিন ডেস্ক

ঢাকার মালয়েশিয়ান দূতাবাস দেশটিতে কাজ করতে যাওয়ার অনুমতিপত্র (এমপ্লয়মেন্ট পাস) দেওয়া বন্ধ করে দিয়েছে। রবিবার থেকে এ কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের ভিসা প্রসেসিং সংক্রান্ত এজেন্ট প্রতিষ্ঠান ভিএলএন। খবর বাংলা নিউজ। ভিএলএন এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়া বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করায় এখন থেকে আর কোনো এমপ্লয়মেন্ট পাস দেওয়া হবে না। ব্যুরো অব ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং থেকে ছাড়পত্র নিয়ে মালয়েশিয়ায় নির্দিষ্ট কোম্পানির জন্য এমপ্লয়মেন্ট পাসের আবেদন করতে পারতেন প্রার্থীরা। ভিএলএন-এর বিজ্ঞপ্তিতে এখন থেকে এমপ্লয়মেন্ট পাসের বদলে ভিডিআরের আবেদন করা যাবে। এ আবেদনের অধীনে রয়েছে সোশ্যাল ভিজিট পাস (ট্যুরিস্ট ভিসা), ডিপেন্ডেন্ট পাস ও স্টুডেন্ট পাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর