মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

‘জোট সরকার আমলের ১৪২ চিকিৎসকের নিয়োগ অবৈধ’

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগ পাওয়া ১৪২ জন চিকিত্সকের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।  গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম। ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিত্সক নিয়োগের জন্য  বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসএম?ইউ কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তি অনুসারে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত কয়েকশ’ চিকিত্সককে নিয়োগ দেওয়া হয়। পরে আইন লঙ্ঘন করে এসব নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ করে হাইকোর্টে রিট আবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি ইকবাল আর্সলান। ওই রিটের শুনানি নিয়ে ২০০৬ সালের ২ জানুয়ারি হাইকোর্ট রুল জারির পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগের প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর