মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধু মেডিকেলে থেরাপি নিচ্ছেন মান্না

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়মিত থেরাপি নিচ্ছেন কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মেরুদণ্ডের ব্যথায় টানা ছয় দিন ধরে থেরাপি নিচ্ছেন তিনি। গতকালও সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয় তাকে। দুপুরের মধ্যেই থেরাপি দিয়ে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এভাবে প্রতিদিন টানাহেঁচড়া না করে তাকে হাসপাতালে ভর্তি করে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া উচিত। আমরা সুচিকিৎসার জন্য তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। তার মুক্তির দাবিতে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও চলবে।’ ৩০ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গত বছরের ২৪ ফেব্রুয়ারি গ্রেফতারের পর মান্নাকে প্রথম দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর তাকে আবারও দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রিমান্ডে নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন মান্না। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে।

সর্বশেষ খবর