মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ঢাবি অ্যালামনাইয়ের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন—ডুয়ার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন সভাপতি হয়েছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ ও নতুন মহাসচিব রঞ্জন কর্মকার। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়—ঢাবির অ্যালামনাই ফ্লোরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কাছে সদ্য বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করে। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হোসাইন, ডুয়ার সদ্য বিদায়ী সভাপতি রকীব উদ্দীন আহমেদ, এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ডুয়ার বর্তমান সভাপতি এ কে আজাদ, সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ বক্তব্য দেন। উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা অপরিসীম। এ ভূমিকা আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ কে আজাদ বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আবাসন সংকটসহ নানা সমস্যা আমাকে ব্যথিত করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও বিভাগের চেয়ারপারসনদের সঙ্গে নিয়ে আমরা সমস্যাগুলো সমাধান করতে চাই। এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বের একটি অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও যুগোপযোগী গড়ে তুলতে হবে।’

প্রসঙ্গত, শনিবার ঢাবির টিএসসিতে ডুয়ার বার্ষিক সাধারণ সভায় ৪০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

সর্বশেষ খবর