মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘আম’ নিতে ইসিতে ফরহাদ

নিজস্ব প্রতিবেদক

দলীয় প্রতীক ‘আম’ পেতে নির্বাচন কমিশনের শুনানিতে যুক্তি উপস্থাপন করেছেন ন্যাশনাল পিপলস পার্টির একাংশের প্রধান ফরিদুজ্জামান ফরহাদ। গতকাল শুনানিতে নিজেদের এনপিপির মূলধারা বলে দাবি করেন তারা। দলের এ অংশের চেয়ারম্যান ফরিদ শুনানিতে অংশ নেন।

ইসির একজন কর্মকর্তা জানান, সিইসির সভাপতিত্বে এ শুনানিতে ফরহাদ নেতৃত্বাধীন এনপিপির নেতারা অংশ নেন। তারা দুই বছরের বেশি সময় চেয়ারম্যান পদে থাকার বিধিনিষেধের বিষয়ে দলীয় গঠনতন্ত্রের বিধানটি উল্লেখ করেন। যাতে এনপিপির অপর অংশের সভাপতি শওকত হোসেন নিলু বিধানটি লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়েছে। সেই সঙ্গে তৎকালীন মহাসচিবের দায়িত্ব পালনকালের কথা তুলে ধরেন ফরহাদ। বিধি লঙ্ঘন করেই তাকে বহিষ্কার করা হয়েছে বলেও তার দাবি। দুই পক্ষের শুনানি পর্যালোচনা করে ইসি পরে সিদ্ধান্ত দেবে বলে জানান এই কর্মকর্তা। এর আগে ১৮ এপ্রিল এনপিপির আরেক অংশ নিলুর শুনানি করে ইসি। নিলুর এনপিপি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আলাদা মোর্চা করলেও ফরহাদের নেতৃত্বাধীন অংশ এখনো খালেদা জিয়ার জোটের সঙ্গেই রয়েছে। নিলু ও ফরহাদের পাল্টাপাল্টি বহিষ্কার ও নতুন কমিটি ঘোষণার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের কাছে ‘আম’ প্রতীকের দাবি নিয়ে আসেন তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর