মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
পুলিশের অনুমতি মেলেনি

ঢাকায় খালেদার সমাবেশে ব্যাপক সমাগমের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ আয়োজনে এখনো পুলিশের অনুমতি পাওয়া যায়নি। অনুমতি পাওয়া যাবে এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১ মে শ্রমিক সমাবেশটি যাতে সাফল্যমণ্ডিত হয় এবং ব্যাপক লোকসমাগম ঘটে, তার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। গতকাল নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশের প্রস্তুতি সম্পর্কে রিজভী বলেন, সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে বিএনপি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা ও আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে একটি সভা ডাকা হয়েছে। বিভিন্ন অঙ্গসংগঠনও কাজ শুরু করেছে। আগামী ১ মে শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে শ্রমিক দল গণপূর্ত অধিদফতর ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে। গণপূর্ত অধিদফতরের অনুমতি মিললেও পুলিশের অনুমতি এখনো পায়নি শ্রমিক দল। শান্তিপূর্ণ সমাবেশের প্রস্তুতির স্বার্থে দ্রুত পুলিশের অনুমতি প্রত্যাশা করেন রিজভী আহমেদ। সম্মেলনে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তৃতীয় ধাপের ইউপি নির্বাচন শেষে এখন দেশজুড়ে চলছে আওয়ামী লীগের সশস্ত্র তাণ্ডব। সারা দেশে এখন দলের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চলছে। সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সাইফুল ইসলাম পটু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর