মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সাড়ে ৩ লাখ টাকা করমুক্ত আয়সীমা চান নারী উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তি-করমুক্ত আয়সীমা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্ধারণে নারী কোটা রাখার দাবি জানিয়ে বিডব্লিউসিসিআই বলেছে, নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠানসমূহের বার্ষিক বিক্রয় ৫০ লাখ টাকা পর্যন্ত ভ্যাট ও করমুক্ত রাখা হোক। এ ছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক ব্যাংক প্রতিষ্ঠার দাবি করেছে বিডব্লিউসিসিআই।

রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘প্রাক-বাজেট ২০১৬-১৭’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি উপস্থাপন করেন বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমাদ। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যন নজিবুর রহমান।

সর্বশেষ খবর