মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

শেষ নবাব মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

শেষ নবাব মঞ্চস্থ

অসাধারণ প্রতিভাধর লেখক, শিল্প-সমালোচক, সংগীতজ্ঞ ও একুশে পদকপ্রাপ্ত সাঈদ আহমদ রচিত ‘শেষ নবাব’ নাটকটি মঞ্চে এনেছে চারুনীড়ম। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদেদৗলাকে নিয়ে নির্মিত এই নাটকে ঐতিহাসিক সব বিষয় অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। ঘষেটি বেগম থেকে শুরু করে মীর জাফর, রবার্ট ক্লাইভের চরিত্র ফুটিয়ে তোলা হয় চমৎকার অভিনয় শৈলীর মধ্য দিয়ে। যেন অতীতকে চোখের সামনে উপস্থাপন করা হয়েছে। ঐতিহাসিক বাস্তবতার দৃষ্টিকোণ থেকে পলাশী, সিরাজ ও সাম্রাজ্যবাদ—এই তিনটি শব্দের মনতাজ ‘শেষ নবাব’। গাজী রাকায়েত নির্দেশিত নাটকটির মঞ্চায়ন সহযোগিতায় ছিল সাঈদ আহমদ ফাউন্ডশেন ফর কালচার অ্যান্ড আর্টস (সাফকা)।

যুবনাট্য উৎসব : পিটিএর আয়োজনে আট দিনব্যাপী যুবনাট্য উৎসবের তৃতীয় সন্ধ্যায় গতকাল শিল্পকলা একাডেমির দুই হলে মোট চারটি নাটক মঞ্চায়ন হয়। এর মধ্যে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ মঞ্চায়ন করে ‘শেক্সপিয়র সপ্তক’ এবং শিল্পকলা একাডেমির ঢাকা বিভাগ ‘মুল্লুক’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর