সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্য প্রতিদিন

রমজানের স্বাস্থ্যগত প্রস্তুতি

রমজানের স্বাস্থ্যগত প্রস্তুতি

দীর্ঘদিন যাবৎ রক্তচাপ বেশি থাকলে, শরীরের বেশ কিছু Organ (হার্ট, কিডনি, ব্রেইন) এর ক্ষতি হয়ে থাকে। ফলে ওই Organ গুলোর সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে আসলে তখন উচ্চ রক্তচাপ শনাক্ত হয়। উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়ার পর রোগীর উচ্চ রক্তচাপের চিকিৎসা নিতে হবে। অতিরিক্ত লবণ খাওয়া, প্রচুর পরিমাণ মদপান করা, অস্বাভাবিক ওজন, নিয়মিত ব্যায়াম না করা ইত্যাদির জন্য রক্তচাপ বাড়তে পারে। তবে শতকরা ৯৫ ভাগ রোগীর উচ্চ রক্তচাপের কারণ জানা যায় না। শতকরা ৫ ভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ জানা যায়। রমজান মাসে, হৃদরোগী, উচ্চ রক্তচাপের রোগী, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ওষুধ সেবন নিয়ে চিন্তা করতে হয়। রমজান মাসে ওষুধ সেবন নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। যে ওষুধ দিনে দুই বার খেতে হবে, সেই ওষুধ ইফতারের সময় ও সেহেরির সময় খেতে হবে। যে রোগীকে দিনে একবার ওষুধ সেবনের পরামর্শ দেওয়া আছে সেটি ইফতারের সময় অথবা সেহেরির সময় খেলেই চলবে। হৃদরোগী, উচ্চ রক্তচাপের রোগী বা ডায়াবেটিস রোগীদের রোজা থাকা যাবে কিনা এ নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে।  রোগী যদি শারীরিক  ও মানসিকভাবে সুস্থ মনে করেন, তাহলে রোজা রাখতে পারবেন।

ডা. আমিরউজ্জামান খান

সহযোগী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর