সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না : রওশন

নিজস্ব প্রতিবেদক

সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাজেট বাস্তবায়নে শঙ্কা প্রকাশ করে বলেছেন, গত বছরও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি; এবারও হবে না। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১১২ জনের প্রাণহানি ঘটল, কাজেই নির্বাচন প্রশ্নবিদ্ধ তো থাকলই, নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে গতকাল আয়োজিত বিরোধীদলীয় নেতার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, হুইপ নুরুল ইসলাম ওমর, নূর-ই-হাসনা লিলি চৌধুরী। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সিনিয়র এই কো-চেয়ারম্যান বাজেটকে বেশি স্বপ্নবিলাসী আখ্যায়িত করে বলেন, বড় বাজেট দেওয়াটা বড় কথা নয়, বাস্তবায়নটাই আসল কথা। দিন দিন আমরা বড় বড় স্বপ্ন দেখছি, বড় আকারের বাজেট দিচ্ছি। কিন্তু সেই বাজেট বাস্তবায়ন হচ্ছে না। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে হলে লম্বা ঘুম দরকার। আর ঘুম দিতে হলে পেটে ভাত থাকা দরকার, সেটি তো নেই।

সর্বশেষ খবর