সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

‘দুঃসাহসী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন শেখ হাসিনার দুঃসাহসী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। স্রোতের বিপরীতে তিনি যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হতে বেশি সময় লাগবে না। এই লক্ষ্য অর্জনে মানবসম্পদ উন্নয়নে শিক্ষা খাতে বেশি গুরুত্ব দিতে হবে। গতকাল বিকালে কাকরাইলে আইডিইবি আয়োজিত ‘জাতীয় টেকসই উন্নয়ন ও অপচয় রোধে জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর নির্ধারণের প্রয়োজনীয়তা এবং শিক্ষা খাতের বাজেট বরাদ্দ’বিষয়ক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, স্থাপত্য অধিদফতরের সাবেক প্রধান স্থপতি এহসানুল হক খান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আবদুল মতিন এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কি-নোট পেপার উপস্থাপন করবেন অর্থনীতিবিদ মো. আবদুল বাকী চৌধুরী নবাব এবং অধ্যক্ষ ড. সৈয়দ আবদুল আজিজ।

সর্বশেষ খবর