Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৬ জুন, ২০১৬ ২৩:৫৭

এসপি বাবুলের স্ত্রী হত্যা

পুলিশ ও সরকারকে দুর্বল করার অপচেষ্টা করা হয়েছে

-------- ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পুলিশ ও সরকারকে দুর্বল করার অপচেষ্টা করা হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এসপি বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করে পুলিশ ও সরকারকে দুর্বল করার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বাবুল একজন সাহসী পুলিশ অফিসার। সন্ত্রাসীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ছিল। সন্ত্রাসীদের কাছে বাবুল একটি আতঙ্ক। ফলে তার স্ত্রীকে হত্যা করে পুলিশের পাশাপাশি সরকারকে দুর্বল করার অপচেষ্টা করা হয়েছে। তবে এসব অপচেষ্টা কখনো সফল হবে না। সেতুমন্ত্রী গতকাল বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের হাঁসাড়া হাইওয়ে পুলিশ থানায় জব্দকৃত ৪৫০টি অটোরিকশার ব্যাটারি বিনষ্ট কালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সব সড়ক মহাসড়কে মোটরসাইকেলে দুজনের বেশি আরোহণ করা বন্ধ করতে বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। যা আজ থেকে কার্যকর হবে। এ সময় অন্যান্যের মধ্যে হাইওয়ে পুলিশ সদর দফতরের এসপি শাহিনা আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শওকত আলী মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. কবির, হাইওয়ে পুলিশের এএসপি আনোয়ার হোসেন ও হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ডেরিক স্টেফান কুইয়াসহ প্রশাসনের ঊর্ধ্ববতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য